হঠাৎ ইমরান খানকে সুপ্রিম কোর্টের তলব

৭ বছর আগে সামরিক বাহিনীর একটি স্কুলে হামলার মামলার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ বুধবার (১০ নভেম্বর) সেখানে তিনি হাজির হয়েছেন বলে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

২০১৪ সালে পাকিস্তানের পেশওয়ারের একটি আর্মি পাবলিক স্কুলে (এপিএস) তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালিয়ে অন্তত ১৪৭ জনকে হত্যা করে। নিহতদের কমপক্ষে ১৩২ জন শিশু।

কড়া নিরাপত্তার মধ্যে সুপ্রিম কোর্টে ইমরান খানের উপস্থিতিতে ওই মামলার শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালত কক্ষে বেশ কয়েকজন আইনজীবী, নিরাপত্তা কর্মকর্তা এবং এপিএস স্কুলে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে উপস্থিত আছেন ইমরান খান।

এ জাতীয় আরো সংবাদ

১৭২ বাংলাদেশি আটক মালয়েশিয়ায়

নূর নিউজ

গড়ে দৈনিক ১৪টি বিচ্ছেদের আবেদন

নূর নিউজ

ইসরাইলের ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না

আনসারুল হক