হঠাৎ উপরের নির্দেশে আটক মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও বর্তমান প্রেক্ষাপটে কার্যত বিএনপি প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আটক’ করা হয়েছে।‌

বৃহস্পতিবার গভীর রাতে কীভাবে অভিযান চালিয়ে মির্জা ফখরুলকে ‘আটক’ করা হয়েছে শুক্রবার ভোরে তার বর্ণনা দিয়েছেন ফখরুল পত্নী রাহাত আরা বেগম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিবের উত্তরার বাসা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার ভোর ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহাত আরা।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকেই এলাকায় চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে টহলে ছিল পুলিশ। রাত ৩টার দিকে তারা বাড়ির দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে না চাওয়ায় তাদের চড়-থাপ্পড় মারে পুলিশ।

রাহাত আরা জানান, পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে যান।

‘ডিবির চার জনের মতো সদস্য বাসায় প্রবেশ করে, বাকিরা নিচে ছিল’-বলেন মির্জা ফখরুলের স্ত্রী।

এসময় তিনি পুলিশের কাছে জানতে চান, কেন নিয়ে যাওয়া হচ্ছে? জবাবে ‘তারা বলেছে, দুই তিনটা মামলা হয়েছে। উপরের নির্দেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।’

আটকের সময় বাসার সামনের রাস্তার বাতি নিভিয়ে ফেলা হয় বলে জানান রাহাত আরা।

মির্জা ফখরুল রাতেই বাসায় ফিরেছিলেন। তার ‘শরীরও বেশ খারাপ’ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন- জানান স্ত্রী রাহাত আরা বেগম।

এ জাতীয় আরো সংবাদ

কবে বাসায় ফিরবেন ওবায়দুল কাদের, সিদ্ধান্ত আজ

নূর নিউজ

যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী ঐক্যজোটের শোক

নূর নিউজ

এই ঢাকা চেনা যায়?

নূর নিউজ