হাতিয়ায় মেঘনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নূর নিউজ: নোয়াখালী হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে মেঘনা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে নিঝুম দ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে জেলারা পুলিশকে খবর দেয়। পরে নিঝুম দ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। এসময় পুলিশের সাথে থাকা নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যাহ জানান, নিহত বৃদ্ধের পরনে একটি লুঙ্গি ছিল। মূখে দাড়ী দেখে অনুমান করা হচ্ছে বয়স ৫৫-৬০ হবে।

নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বরুণার পীর আল্লামা খলিলুর রহমান হামিদীর ইন্তেকাল

আনসারুল হক

অবশেষে সময় বাড়লো বইমেলার

নূর নিউজ

মাওলানা মমতাজুল করীম ও মাওলানা শিব্বীর আহমদের ইন্তিকালে হেফাজতের শোক

নূর নিউজ