হামাসকে ঠান্ডা মাথার খুনি বললেন সাবেক প্রেসিডেন্ট বুশ

ইসরায়েলে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার সমালোচনা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেন, হামাস হচ্ছে ঠান্ডা মাথার খুনি। এদের নির্মূল করতে আমেরিকার উচিত ইসরায়েলের পাশে থাকা।

শুক্রবার ইতিহাস নিয়ে কাজ করা আমেরিকার ইতিহাসবিদ মার্ক আপডেগ্রুভকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বুশ। তিনি বলেন, ‘ঠান্ডা মাথার খুনিদের সঙ্গে লড়তে হচ্ছে…। তারা কেন এমন, তা বের করতে অনেক অজুহাত হয়তো থাকবে। কিন্তু তারা এমনই। এই যুদ্ধ কুৎসিতের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে।’

হামাস ও ইসরায়েলের সংঘর্ষে এ পর্যন্ত দুই পক্ষের তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হতে হয়েছে গাজার লাখো বাসিন্দাকে। হামাসের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে সহায়তা করছে আমেরিকা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে এসেছে মার্কিন যুদ্ধবিমান।

এমন সময় এসব মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি আরও বলেন, ‘কোনো কারণ ছাড়াই ইসরায়েলে এই হামলা চালিয়েছে হামাস। এরা হচ্ছে সন্ত্রাসী। লক্ষ্য অর্জন করার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করতেও দ্বিধা করছে না এরা। আমেরিকাকে অবশ্যই ইসরায়েলের পাশে থাকতে হবে।’

হামাসের বিরুদ্ধে কঠোর হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রশংসাও করেছেন বুশ। তবে এই যুদ্ধে ইরান হামাসকে সহযোগিতা করছে কি না, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

এ জাতীয় আরো সংবাদ

বিলাসী পণ্যে আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

আনসারুল হক

ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রাইসি

আনসারুল হক

ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নূর নিউজ