হাসপাতালে ভর্তি দেওবন্দের উস্তাদুল বুখারী মুফতি আমিন পালনপুরী

দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, মুফতি আমিন আহমাদ পালনপুরীর হঠাৎ করেই শারিরীক দুর্বলতা দেখা দিয়েছেন। অনেক বেশি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী। মুফতি আমিন আহমাদ বর্তমানে যশোরের কুইন্স হস্পিটালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মুফতি ওমর ফারুক সন্ধীপী জানান, ২১ অক্টোবর (শুক্রবার) ৮ দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমান যোগে যশোরের মাসনা মাদরাসায় বয়ান পেশ করতে যান। সেখানে পৌঁছার পর থেকেই অসুস্থতা বোধ করেন।

আজ শনিবার দুপুর ১২ টায় যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।

এ জাতীয় আরো সংবাদ

এখনও সময় আছে অবিলম্বে পদত্যাগ করুন: সরকারকে মির্জা ফখরুল

নূর নিউজ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর জাতীয় শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

নূর নিউজ

দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত : ওবায়দুল কাদের

নূর নিউজ