হিলিতে কমেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়তি থাকায় দামে কিছুটা স্তিতিশীলতা দেখা গেছে।

গত তিন দিন থেকে ভারতীয় পেঁয়াজ খুচরা বাজারে কেজি প্রতি ১৪ থেকে ১৫ টাকা এবং দেশী পেঁয়াজ ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখেন বন্দরের আমদানিকারকরা।

অন্যদিকে হিলি বাজারের বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে কেজি প্রতি ১০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৫০ টাকায়, রসুন কেজি প্রতি ৩ টাকা কমে ২৭ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা কমে ৩৫ টাকা এবং সয়াবিন খোলা তেল ১৩৬ টাকা লিটার এবং বোতল জাতের সয়াবিন তেল ১৬০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

এছাড়া মসলার বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। এক মাসের ব্যবধানে সাদা এলাচ ১২০০ থেকে ১৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৯০০ টাকায় এবং কালো এলাচ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরা কেজি প্রতি ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

এ জাতীয় আরো সংবাদ

একদিনে ১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

অব্যাহত থাকছে তাপপ্রবাহ, ঢাকায় বৃষ্টি কবে?

নূর নিউজ

মার্কিন সরকারকে নিয়ে সবাই খেলছে : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ