হিলি স্থলবন্দরে পচে নষ্ট হচ্ছে ভারতীয় পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের মোকামে বাইরে থেকে পাইকার না আসায় আমদানি করা ভারতীয় পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে পেঁয়াজ বিক্রি করতে না পারায় ক্রেতা সংকটের কারণে গুদামে মজুদ করা পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

বন্দরে পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান জানান, দুর্গাপূজায় ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে বন্ধ থাকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। এ সময় পেঁয়াজের চাহিদা মিটাতে ভারত থেকে বেশি পেয়াজ আমদানি করে মজুদ করা হয়েছে। কিন্তু দেশে পেঁয়াজের দাম স্বাভাবিক থাকায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা না আসায় কাঙ্খিতভাবে বিক্রি হচ্ছে না।

তিনি আরও বলেন, অতিরিক্ত গরম আর ঘনঘন লোডশেডিংয়ের কারণেও গুদামে পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। বর্তমানে হিলি বন্দরের আমদানিকারকদের প্রায় ৫০০ মেট্রিক টন পেঁয়াজের অধিকাংশ নষ্ট হয়ে গেছে। ফলে আমরা বাছাই করে নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছি। যেগুলো একটু ভালো সেগুলি বস্তা প্রতি ১০০-২০০ টাকায় বিক্রি করছি। যাতে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

এ জাতীয় আরো সংবাদ

মৌলভীবাজারে প্রবাসীদের অর্থায়নে দেড় কিলোমিটার ইটসলিং রাস্তা নির্মাণ

আনসারুল হক

৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে

নূর নিউজ

বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয় : দীপু মনি

নূর নিউজ