হেফাজতের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে: আইন উপদেষ্টা

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেসব হয়রানিমূলক মামলা দায়ের করেছিল সেগুলো প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, হেফাজত নেতারা তাঁর সঙ্গে দেখা করে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তিনি সেই আবেদন সাড়া দিয়েছেন এবং মামলার তালিকা চেয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা এই কথা জানান।

আসিফ নজরুল তাঁর ফেসবুক পেইজে লিখেন- ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।

কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আইন উপদেষ্টা আরও লিখেন- ‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।’

আইন উপদেষ্টার সবার কাছে দোয় চেয়ে বলেন- ‘দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে নিয়ে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা দিয়েছে।

সংগঠনটি এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আসছে দীর্ঘদিন ধরে। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এর অন্যতম দাবি হিসেবে রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

এ জাতীয় আরো সংবাদ

দেশে স্থায়ী শান্তি ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সীরাতের পথই সর্বশ্রেষ্ঠ

নূর নিউজ

তহবিলে টান: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে জাতিসংঘ

নূর নিউজ

উপজেলা আ.লীগের সভাপতিকে পেটালেন কাদের মির্জা!

আলাউদ্দিন