হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ

চট্টগ্রাম প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গত রোববার থেকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

হেফাজত আমীরের চিকিৎসাধীন থাকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস। তিনি আজ নূর নিউজকে বলেন, শরীরে জ্বর থাকায় মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুর হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন কিছুটা সুস্থ।

উল্লেখ্য,  চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল যান। তাঁর ইন্তেকালে হেফাজতে ইসলামের আমীর পদটি শূন্য হয়। সেদিনই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। পরে হেফাজতে ইসলামের আমির পদে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সাংগঠনিকভাবে নির্বাচিত করা হয়। আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

কক্সবাজারে নেজামে ইসলাম পার্টির দু’আ মাহফিল

নূর নিউজ

বাংলাদেশসহ ৩৮ দেশের জন্য সৌদির ‘ভ্রমণ নির্দেশিকা’

আনসারুল হক

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সকল নাগরিকের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি

নূর নিউজ