১০ দিনের মধ্যে সির সঙ্গে কথা বলবেন বাইডেন

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চলতি মাসের শেষ দিকে কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।

তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। এমন প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন তার এই পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমি আগামী ১০ দিনের মধ্যে প্রেসিডেন্ট সির সঙ্গে কথা বলব।’

চীনকে প্রধান কৌশলগত প্রতিপক্ষ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন বলছে, যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার জটিল সম্পর্ক স্থিতিশীল রাখতে দুই দেশের উচ্চপর্যায়ের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

আগস্টে তাইওয়ান সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ নিয়ে কথা বলেন বাইডেন।

বাইডেন বলেন, তিনি মনে করেন, মার্কিন সামরিক বাহিনীর মতে, এখন এই সফরের পরিকল্পনাটি ভালো ধারণা নয়। তবে এই পরিকল্পনা এখন ঠিক কোন অবস্থায় আছে, তা তিনি জানেন না।

পেলোসি তাইওয়ান সফরে গেলে উপযুক্ত পদক্ষেপ নেবে চীন। গত মঙ্গলবার চীনের সরকার এই হুঁশিয়ারি দিয়েছে।

বেইজিং বলেছে, এই ধরনের সফর চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করবে।

পেলোসির কার্যালয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়টি উল্লেখ করে এই সফরের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে বিল পাস

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাংলাদেশি বাড়িওয়ালা খুন, হত্যাকারী গ্রেফতার

নূর নিউজ

কানাডাস্থ দূতাবাসে হয়রানির প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিদের সভা

নূর নিউজ