১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (১৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

সন্দেহের বশে মুসলিম শ্রমিককে হত্যা করায় দেশের শীর্ষ উলামায়ে কেরামের নিন্দা

নূর নিউজ

নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট কেন নয়, জানতে চান হাইকোর্ট

নূর নিউজ

আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা রোববার

নূর নিউজ