১৫ আগষ্ট কওমী মাদ্রাসায় খতম ও দোয়া মাহফিল করার আহবান এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  আগামী ১৫ আগষ্ট এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়া ও জেলা শীর্ষ উলামায়ে কেরামের উদ্যোগে জেলার সকল কওমী মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা, করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে কোরআন খতম ও বিশেষ দোয়ার কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আজ এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ১৫ আগষ্ট রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল কওমী মাদ্রাসায় ৩ হাজার কোরআন খতম আদায় করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়াসহ এদারায়ে তালিমিয়্যাহর অন্তর্ভুক্ত সকল কওমী মাদ্রাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচী বাস্তবায়নে এদারায়ে তালিমিয়্যাহ ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত সকল কওমী মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন এদারায়ে তালিমিয়্যাহ ব্রাক্ষণবাড়ীয়া’র চেয়ারম্যান আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমি, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

‘ভালবাসা দিবসে অধিকহারে বিয়ের আয়োজন করে প্রকৃত ভালবাসার সুযোগ করে দিন’

আনসারুল হক

উনারা কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ করছেন, প্রশ্ন দীপু মনির

নূর নিউজ

কাতারস্থ রাষ্ট্রদূতের সঙ্গে আলনূর নেতৃবৃন্দের বিদায়ী সাক্ষাত

আনসারুল হক