১ সেপ্টেম্বর থেকে দারুল উলুম দেওবন্দের ক্লাস শুরুর ঘোষণা

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বখ্যাত বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের ক্লাস শুরু হচ্ছে। দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ রোববার (২২আগস্ট) দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত দেওবন্দের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তাতে বলা হয়েছে, ‘দারুল উলূম দেওবন্দের তালীমাতের সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষণা দেওয়া হচ্ছে যে, এ বছর পঞ্চম, শশম, হাপ্তম ও দাওরায়ে হাদিসে শিক্ষা অর্জনকারী শুধু পুরাতন ছাত্ররা আগামী ৩১ আগষ্ট মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে নিবে। যাতে রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে কোভিড-১৯ এর উপর ভিত্তি করে আগামী ১ সেপ্টেম্বর থেকে সবক শুরু করা যেতে পারে।’

এ জাতীয় আরো সংবাদ

আশুরার রোজা যেভাবে রাখবেন

নূর নিউজ

কাতারে আল নূর কালচারাল সেন্টারের ব্যবস্থাপনায় দাওয়াহ মাহফিল অনুষ্ঠিত

নূর নিউজ

১৭২ দিন পর অনশন ভাঙলেন ফিলিস্তিনি বন্দি

নূর নিউজ