২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়তে সাইকেলে ২৫০ কিমি পথ পাড়ি

টাঙ্গাই‌লের গোপালপু‌রে এ‌শিয়ার সর্ববৃহৎ ২০১ গম্বুজ মস‌জি‌দে নামাজ আদায় কর‌তে ২০৫ কি‌লো‌মিটার পথ সাই‌কেল চা‌লি‌য়ে এসেছেন রা‌সেল বিশ্বাস (৫৮)। তার এমন ভিন্নধর্মী উ‌দ্যোগ‌কে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন স্থানীয় মুসল্লীরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন রা‌সেল। এর আ‌গে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় যাত্রা শুরু করে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপ‌জেলার পাথালিয়া গ্রামে নির্মিত ২০১ গম্বুজ মসজিদে পৌঁছান রা‌সেল।

রাসেল বিশ্বাস লালের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পৌর এলাকার পশ্চিম গারাখোলা গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুল ছাত্তার বিশ্বাসের ছেলে। পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি।

রাসেল বিশ্বাস ব‌লেন, পত্র-পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়া এলাকায় নির্মিত ২০১ গম্বুজের বিষয়ে জানতে পারি। তিনি এসব মাধ্যমে জেনেছেন দৃষ্টি নন্দন এই ২০১ গম্বুজ মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন এলাকার মানুষ জুমার নামাজ পড়তে আসেন। সে থেকেই আমার ইচ্ছে জাগে এই মসজিদে নামাজ আদায়ের।

তি‌নি জানান, প্রত্যন্ত গ্রা‌মের ভেতর এ‌তো সুন্দর ম‌নোরম প‌রি‌বে‌শে অসাধারণ মস‌জিদ‌টি হৃদয় কে‌ড়ে‌ছে। এর আ‌গে সাই‌কেল নি‌য়ে আসার সিদ্ধান্ত নেই। দীর্ঘ পথ পা‌ড়ি দি‌য়ে মস‌জি‌দে এ‌সে‌ছি।

স্থানীয়রা জানান, সাই‌কেল চা‌লিয়ে দীর্ঘপথ একজন বয়স্ক মানুষ অজপাড়া গা‌য়ের মস‌জি‌দে নামাজ পড়‌তে এসেছেন। বিষয়‌টি নিয়ে খুবই গ‌র্বিত।

বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঞাপুরী বলেন, সকালে জানতে পারলাম ৫৮ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি ২০৫ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়াতে আসছেন এবং নামাজ আদায়ও করেছেন। বিষয়টি খুবই প্রশংসনীয়।

এ জাতীয় আরো সংবাদ

তলিয়ে গেছে হাওরের শতাধিক হেক্টরের আধাপাকা ধান

নূর নিউজ

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার

আনসারুল হক

সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা

নূর নিউজ