২০৫৩ সালের মধ্যে তুরস্ক হবে সুপারপাওয়ার: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আশা প্রকাশ করে বলেছেন, তার দেশ ২০৫৩ সালের মধ্যে সুপারপাওয়ার হবে।

তুরস্ক যাতে বিশ্বে একটি সুপারপাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর মঙ্গলবার রাতে আঙ্কারায় রাষ্ট্রপতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন এরদোগান। খবর ডেইলি সাবাহর।

তিনি বলেন, একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তুরস্ক এগিয়ে যাচ্ছে। ভৌগোলিক দিক দিয়ে লন্ডন থেকে বেইজিং, সাইবেরিয়া থেকে আফ্রিকা পর্যন্ত— সবখানেই থাকবে তুরস্কের আধিপত্য।

তিনি বলেন, আমরা আমাদের রেলপথ ১০ হাজার ৯৫৯ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৩ হাজার ২২ কিলোমিটারে উন্নীত করেছি।

আমাদের লক্ষ্য হচ্ছে— ২০৫৩ সালের মধ্যে তা ২৮ হাজার ৫৯০ কিলোমিটারে উন্নিত করা। শুধু তাই নয়, এই রেলপথে চলবে উচ্চগতির ট্রেন।

এরদোগান আরও বলেন, তিন হাজার ৬৩৩ কিলোমিটার সড়কপথের উন্নয়নেও আমরা কয়েক বিলিয়ন ডলার খরচ করেছি।

এভাবেই তিনি উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তার দেশকে সুপারপাওয়ার হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন।

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় ফেলল আমেরিকা, ইসলামাবাদের নিন্দা

নূর নিউজ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ

নূর নিউজ

মুফতি রফি উসমানীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও মাগফিরাত কামনা

নূর নিউজ