২০ বছর পর আফগানিস্তান ছাড়ছে নিউজিল্যান্ডের সেনারা

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। ইঙ্গ-মার্কিন আগ্রাসনের পর ন্যাটো বাহিনীর হয়ে দেশটিতে এ সেনাদের পাঠানো হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। চলতি বছরে মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে ঘরে ফিরবে নিউজিল্যান্ডের সেনারা।

বুধবার জাসিন্ডা বলেন, ‘সমস্যাগ্রস্ত দেশের টেকসই রাজনৈতিক সমাধানের জন্য আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি প্রক্রিয়া সর্বোচ্চ প্রত্যাশা দেখিয়েছে। এর মানে নিউজিল্যান্ডের ডিফেন্স ফোর্সের (এনজেডডিএফ) সেখানে আর প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘২০ বছর ধরে আফগানিস্তানে এনজেডডিফের উপস্থিতি। এখন এর সমাপ্তি টানার সময় হয়েছে। দেশটিতে সেনা অভিযান আমাদের ইতিহাসের দীর্ঘতম ঘটনা হিসেবে থাকবে।’

২০০১ সালে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে আফগানিস্তানে আগ্রাসন চালায় ইঙ্গ-মার্কিন শক্তি। সেসময় সাড়ে তিন হাজারের বেশি সেনা ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের দেশটিতে পাঠায় নিউজিল্যান্ড।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডে প্রতিরক্ষামন্ত্রী পিনি হেনারে বলেন, ‘আমরা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে সহায়তা দিয়েছি এবং আফগানিস্তানের মানুষের জীবনযাত্রা উন্নতিতে ভূমিকা রেখেছি।’

এ জাতীয় আরো সংবাদ

গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে একমত পোষণ করলো বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

নূর নিউজ

মিশরকে সামরিক সহযোগিতা স্থগিত রাখল আমেরিকা

নূর নিউজ

প্রিয় নবীর ভালোবাসায় ৪০ বছর মদিনায় আগতদের আপ্যায়ন করা শায়েখ ইসমাইল আল-জায়ীম আবুস সিবা’ আর নেই

নূর নিউজ