২৩ এপ্রিল ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফলের আহ্বান

বুধবার ১৬ এপ্রিল পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নগরবাসীকে এই আহ্বান জানান। ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, প্রতিবেশীর হক হিসেবে বাংলাদেশীদের উপর দায়িত্ব ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানো। ফিলিস্তিনের মজলুমদের পক্ষে গোটা বিশ্ব দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। তবে ভারতীয় মজলুমদের পক্ষে সর্বাগ্রে দাঁড়াতে হবে আমাদের ও পাকিস্তানি মুসলমানদের। দলীয় ব্যানারে আমরা এই কর্মসূচি ঘোষণা করলেও এটা আমাদের জাতীয় দায়িত্ব। জাতির পক্ষ থেকে নগরবাসীকে রাজপথে নেমে আসতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলরা সকলের কাছে এই দায়িত্বের দাওয়াত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। তিনি ২৩ তারিখের গণমিছিল সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনওয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক সহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

সেপ্টেম্বর জুড়েই রাজনীতি উত্তাপ ছড়াবে

নূর নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি বশিরুল আলম

নূর নিউজ

ইমামদের নিয়ে অশালীন মন্তব্য করে তোপের মুখে জায়েদ খান, বললেন ইসলামের বিরুদ্ধে কিছু বলিনি

নূর নিউজ