২৭ নভেম্বর ওলামা-মাশায়েখ সম্মেলন করবে হেফাজত

আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম আমীর আঘামা মুহিব্দুল্লাহ বাবুনগরী।

সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

নূর নিউজ

সিলেবাস কমানোর দাবিতে সড়ক অবরোধ করলো এসএসসি পরীক্ষার্থীরা

আলাউদ্দিন

এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা, সর্বোচ্চ ২৩১০

আনসারুল হক