৩৪ ব্যক্তির গুমের বিষয়ে জাতিসংঘকে জবাব দেবে বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে ৩৪ জন ব্যক্তির গুমের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে জবাব দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে জাতিসংঘকে জবাব দেবে বাংলাদেশ।

শুক্রবার (১৩ আগস্ট) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের কম বেশি সব দেশেই গুমের ঘটনা ঘটে। তবে জাতিসংঘ ভারত ও পাকিস্তানকে কিছু বলে না। আমরা তাদের বেশি পাত্তা দেই বলে তারা আমাদের অনবরত হ্যামার করে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে এক হাজার ৩৪ জন গুম হয়েছেন। কই তারা তো এটা নিয়ে কিছুই বলল না। তবে আমাদের কাছে তারা যেটা জানতে চেয়েছে আমরা তার জবাব দেব।

সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বাংলাদেশে গুম হওয়া ৩৪ জন ব্যক্তির অবস্থান ও পরণতি কী হয়েছে সে বিষয়ে জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বেসরকারিভাবে টিকা আমদানি করলে চরম ভুল করবে সরকার: ডা. জাফরুল্লাহ

আলাউদ্দিন

রমজানে কম দামে মাংস বিক্রির সিদ্ধান্ত

নূর নিউজ

ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত

নূর নিউজ