৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত, বন্যায় ভাসছে আরব আমিরাত

ভারী বৃষ্টিপাতে থমকে গেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জীবনযাত্রা। দেশটির আবহাওয়া অফিসের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে।

বুধবার (১৭ এপ্রিল) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪৯ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে নথিভুক্ত সব বন্যার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, এখন পর্যন্ত দেশটির আল আইনের ‘খতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাতের প্রভাবে আরব আমিরাতের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এমকি ভারী বর্ষণে দুবাই বিমানবন্দরের রানওয়ে ডুবে গেছে। অব্যাহত বৃষ্টিপাতে্র কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে বন্যায় বেশকিছু এলাকার বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে বন্যার পানির তোড়ে ভেসে গেছে অনেক যানবাহন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, অনেক মানুষ বন্যার কারণে আটকা পড়ে আছেন। এ পরস্থিতিতে দুবাইয়ের সড়ক পরিবহন কর্তৃপক্ষ এসব এলাকায় যাতায়াতকারী গাড়িগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে। একইসাথে সংশ্লিষ্ট পুলিশ বাহিনী, বেসামরিক কর্তৃপক্ষ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়ে জরুরি তৎপরতা শুরু করতে নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ফের কারফিউর সময় বাড়ল কুয়েতে

আনসারুল হক

অভিযানে নামছে এরদোগানের সেনাবাহিনী

নূর নিউজ

আল-আকসায় ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়েছে ওআইসি

নূর নিউজ