৭ আগস্ট ঢাকায় ১৪ দলের সমাবেশ

আগামী ৭ আগস্ট ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ওইদিন বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হবে।

শুক্রবার (৪ শুক্রবার) বিকালে বঙ্গবন্ধু ‌অ্যাভিনউর আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সভাপতিত্বে সভায় ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

তীব্র গরম থেকে রক্ষা পেতে যা করবেন

নূর নিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৩৩ রোগী

নূর নিউজ

প্রবাসীদের এনআইডি আবেদন বাতিল করা যাবে না

নূর নিউজ