৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে সব ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, মৌখিক, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড প্রোগ্রাম) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া হবে। এ বিষয়ে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে মৌখিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া যাবে।

করোনার সংক্রমণ রোধে এর আগে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ জাতীয় আরো সংবাদ

বেফাকের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

নূর নিউজ

তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস ও চিফ অব জেনারেল স্টাফের সাথে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ

নূর নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না ২৩ মে

আনসারুল হক