অতিরিক্ত ভাড়া আদায়, ভ্রাম্যমাণ আদালতে ২৩ বাসের জরিমানা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২৩টি বাসকে জারিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওই বাসগুলোর কাছ থেকে ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।। মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১১টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিআরটিএর অ্যানফোর্সমেন্ট শাখা সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ১৬৮টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ২৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ১টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয় এবং একজন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন।

এ জাতীয় আরো সংবাদ

সাবেক মন্ত্রী আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

নূর নিউজ

পোলট্রি মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিদপ্তরের ৮ সুপারিশ

নূর নিউজ

শেখ হাসিনার সঙ্গে আমার ছবির খন্ডিত অংশ ছড়িয়ে দেয়া হয়েছে

নূর নিউজ