সানি লিওনের অশ্লীল ভিডিও অপসারণ ও গান বাংলা টিভির মালিক তাপসকে গ্রেফতার করতে হবে

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণ ও বাংলাদেশে সানি লিওনকে আমন্ত্রণকারী গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু.আবুল হাসিম শাহী ও সেক্রেটারি জেনারেল মু. মুহিউদ্দিন ঢাকুবী এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, কৌশিক হোসেন তাপস দেশে বিজাতীয় অপসংস্কৃতি ও বেহায়াপনা আমদানি করে মুসলমানদের ঈমান আকিদা ও যুব সমাজের চরিত্র ধ্বংস করতে ওঠেপড়ে লেগেছে। এরই অংশ হিসেবে সে পর্ণ তারকা সানি লিওনের বাংলাদেশ সফরের ভিসা বাতিলের সরকারী সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে বাংলাদেশে এনে পারিবারিক অনুষ্ঠানে নাচ-গান করিয়েছে। সেই অনুষ্ঠানের অশ্লীল ভিডিও ক্লিপস ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকরা তাদের সন্তানদের নৈতিক অবক্ষয় নিয়ে চিন্তিত ও গভীরভাবে উদ্বিগ্ন।

গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস

 

দুই ছাত্র নেতা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বাংলাদেশে ঈমান ও ইসলামের উপর এমন নগ্ন হামলা মেনে নেয়া নেয়া হবে না। অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সানি লিওনের অশ্লীল ভিডিও ক্লিপস অপসারণ ও গান বাংলা টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করতে হবে। অন্যথায় ছাত্র খেলাফত দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিবৃতিতে তারা বলেন, ওলী-আওলিয়ার পুণ্যভূমি বাংলাদেশে ঈমান বিধ্বংসী তাপসের লাগাম টেনে ধরতে হবে। সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে সানি লিওনকে বাংলাদেশে আনার দুঃসাহস পেলো, তার খুঁটির জোর কোথায়, কীভাবে সে এতো অর্থবিত্তের মালিক হলো, তাও খুঁজে বের করতে হবে। বাংলা গানের নামে বিজাতীয় অপসংস্কৃতি আমদানি ও অশ্লীল গান প্রচারের কারণে গান বাংলা টিভির নিবন্ধন বাতিল করতে হবে।

বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল দেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতাকে গান বাংলা টিভি ও এর কর্ণধার কৌশিক হোসেন তাপসের ইসলাম বিরোধী তৎপরতা বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে ৭৫৫ জন আটক

আনসারুল হক

লোডশেডিংয়ের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

নূর নিউজ

রাজধানীর চৌধুরীপাড়ার নূর মসজিদ প্রাঙ্গণে সীরাতুন্নবী সা. বইমেলা শুরু কাল

নূর নিউজ