অস্ত্র হাতে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা আফগানিস্তানের এক নারী গভর্নরকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবর।

আটক হওয়া নারী গভর্নরের নাম সালিমা মাজারি। আশরাফ ঘানি সরকারের শাসন আমলে আফগানিস্তানে যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে একজন তিনি।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তনের একের পর এক প্রদেশ যখন তালেবান বাহিনীর দখলে চলে যাচ্ছিল, তখন বলখ প্রদেশের একটি শহর রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। অস্ত্র হাতে তার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নেন সালিমা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের দফতরের কাজ সামলানোর পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিতে হাতে বন্দুক তুলে নিয়েছি।

এ জাতীয় আরো সংবাদ

এবার হামাসের হাতে ১১ ইসরায়েলি সেনা নিহত

নূর নিউজ

কুরআন পোড়ানোর প্রতিবাদে সুইডিস ভাষায় ১ লাখ কুরআন ছাপাবে কুয়েত

নূর নিউজ

জাপানের রাজধানী টোকিও গ্র্যান্ড মসজিদে কোরআনিক কর্মশালা অনুষ্ঠিত

নূর নিউজ