আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া

দৈনিক কর্মকাণ্ড সম্পন্ন করতে গিয়ে রাস্তাঘাটে চলাফেরায় অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে যথাসাধ্য সতর্কতা অবলম্বনের পাশাপাশি আল্লাহর নিকট দোয়াও করা চাই।

আমাদের প্রিয়নবী সা: এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচতে আমাদের বিশেষ দোয়া শিখিয়েছেন। যদি আমরা ওই দোয়া পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বাভাবিক ও উত্তম মৃত্যু দান করবেন।

দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرَقِ، وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আঁইয়াতাখব্বাতানিশ শায়তানু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগান।’

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, আশ্রয় চাই গহ্বরে পতিত হয়ে মৃত্যুবরণ থেকে, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতি বার্ধক্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে, আমি আশ্রয় চাই আপনার পথে জিহাদ থেকে পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে।’

হজরত আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরূপ দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৫২, নাসাঈ, হাদিস : ৫৫৪৬)

আল্লাহ তায়ালা আমাদেরকে থেকে হেফাজত করুন।

এ জাতীয় আরো সংবাদ

ঘুমের আগে বিছানা পরিষ্কার নিয়ে যা বলেছেন প্রিয়নবী সা.

নূর নিউজ

সর্বোত্তম দুরূদ শরীফ

নূর নিউজ

পাপের প্রতি আগ্রহ তৈরি হলে যেভাবে বিরত থাকবেন

নূর নিউজ