আতঙ্কের নগরী এখন নিউইয়র্ক, ব্রুকলিনে ময়লার ব্যাগে মস্তকবিহীন নারীর দেহ উদ্ধার

নিউইয়র্ক নুতন বছরে অপরাধ ও সহিংসতা বেড়েই চলছে। নতুন বছরের শুরু থেকে নগর যেন অপরাধের কেন্দ্রস্থল পরিণত হয়েছে।

হত্যা, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, ছুরিকাঘাত, পুলিশকে গুলি, বন্দুকযুদ্ধসহ এমন অপরাধ নেই, যা এই নগরে ঘটছে না। নিউইয়র্ক এখন রীতিমতো আতঙ্কের নগরে পরিণত হয়েছে।

বিশেষ করে সাবওয়েতে অপরাধমূলক ঘটনা কোনভাবেই থামানো যাচ্ছে না। সাবওয়ে স্টেশন যাত্রী দাঁড়িয়ে আছে, পেছন থেকে এসে একজন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মৃত্যু হচ্ছে।কেউ আবার স্টেশনে প্রবেশ পথে ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এছাড়া রাস্তা পার হওয়ার সময় দ্রুত বেগে গাড়ি এসে ধাক্কা দিচ্ছে, পথচারীর মৃত্যু হচ্ছে। গাড়ি দুর্ঘটনার পর চালক উধাও হওয়ার মতো ঘটনাও ঘটছে। l

নগরের নতুন মেয়র এরিক অ্যাডামস সেফটি প্ল্যান ঘোষণার পরও থামানো যাচ্ছে না নিউইয়র্কের অপরাধ ও সহিংসতা। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নগরে অপরাধের মাত্রা এতটাই বেড়েছে, নগরবাসী চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও হামলার শিকার হচ্ছেন।

গত মঙ্গলবার ব্রুকলিনে ময়লার ব্যাগে মোড়ানো মস্কবিহীন এক নারীর দেহ পাওয়া গেছে। নিউইয়র্ক নগরে ২০২১ সালের একই মাসের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসে অপরাধ বেড়েছে প্রায় ৬০ শতাংশ। মেয়র এরিক অ্যাডামস বন্দুক সহিংসতা এবং অপরাধের বিরুদ্ধে সেফটি প্ল্যান ঘোষণার পর ইতোমধ্যে শুধু সাবওয়েতে ১৪৩ জনকে গ্রেফতার এবং ১ হাজার ৫৩৩ জনকে টিকেট (মামলা) দেওয়া হয়েছে।এছাড়া ৪৫৫ জনকে সাবওয়ে থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

গত বছরের প্রথম মাসে একই সময়ে বড় ধরণের অপরাধ ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৫৪ শতাংশ ছিনতাই, ৫৬ শতাংশ বড় ধরণের লুটপাট এবং ২২ শতাংশ ধর্ষণ রিপোর্ট ।

এনওয়াইপিডি’র ডেটা অনুসারে, চলতি বছরের প্রথম দুই মাসে নগরে ৮৫ টি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে। যা গত বছর একই সময় ৩৫ টি রিপোর্ট করা হয়েছিল।

এদিকে, নগরের (ট্রেন স্টেশন) সাবওয়ের ভেতরে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি নাগরিক।স্থানীয় সময় গত ২ মার্চ (মঙ্গলবার) কেরল ষ্ট্রীট সাবওয়ের ভেতর আনুমানিক সন্ধ্যার পরপর মোঃ নুরুল হক (৫৮) নামের এক ব্যক্তিকে দুষ্কৃতকারী মারাত্মকভাবে জখম করে। এরপর অজ্ঞান অবস্থায় নিউইয়র্ক পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে তিনি হেইট ক্রাইমের শিকার হয়েছেন।

জানা যায় , নুরুল হক ব্রুকলিনের কবির বেকারিতে কাজ করেন। কাজ শেষে বাসায় ফিরছিলেন। তিনি জ্যামাইকার ১৬৮ প্লেসে বসবাস করেন। এছাড়া গত ৯ ফেব্রুয়ারি ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার (৩৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী নিহত হয়েছেন। ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান তিনি।

আওয়াজ বিডি

এ জাতীয় আরো সংবাদ

২০২০ সালে কর দেননি ট্রাম্প, ২০১৭ সালে দিয়েছেন ৭৫০ ডলার

নূর নিউজ

কোভিড-১৯ মোকাবিলায় ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র : অ্যান্থনি ফসি

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে

নূর নিউজ