আতাউল্লাহ হাফেজ্জীর শারীরিক অবস্থা উন্নতির দিকে, জানালেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

হাফেজ্জী হুজুর র. এর ছোটো সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর শারীরিক অবস্থা আগের চেয়ে এখন উন্নতির দিকে। অনেকটাই শঙ্কামুক্ত মনে হচ্ছে। আশাকরি আগামীকাল সি সি ইউ থেকে ওনাকে সাধারণ বেডে দেয়া হবে। তখন এনজিওগ্রাম করলে সঠিক অবস্থা জানা যাবে ইনশাআল্লাহ।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে হাসপাতালে দেখে আসার পর আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রব্বানী নূর নিউজকে এ তথ্য জানান।

আজ সন্ধ্যায় নূর নিউজের সঙ্গে একান্ত আলাপকালে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরো বলেন, হুজুরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। এই মুহূর্তে শারীরিক তেমন কোনো জটিলতা চোখে পড়েনি। ‌ তিনি আমার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সুস্থতার জন্য। আমরা আশা করি তিনি অতিদ্রুত সুস্থ হয়ে আবারো দ্বীনের ময়দানে ফিরে আসবেন। আমাদের সকলের উচিত তাঁর জন্য বিশেষভাবে দোয়া করা। এমনিতেই আমরা দিনদিন অভিভাবক শূন্য হয়ে পরছি। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানী আলেমদের ছাঁয়া আমাদের মাথার উপর দীর্ঘ করুন।

এ জাতীয় আরো সংবাদ

মহিলা মাদ্রাসার উন্নয়নে যেসব পদক্ষেপ নেয়া জরুরি

নূর নিউজ

“সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে একটা নির্বাচন হবে”

নূর নিউজ

মি. নুডুলসের বিজ্ঞাপনে কওমি ছাত্ররা, নেতিবাচক বলছেন চিন্তাশীল আলেমরা

নূর নিউজ