আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী

আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক বিশ্বখ্যাত বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী নয়া দিগন্তকে জানান, ‘কনফেডারেশন অব ইসলামিক মিল্লি-গ্রুস অব ইস্ট’ আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন ‘যিয়েফেতে কুরআনে’ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

আগামী ২৮ ও ২৯ এপ্রিল ফ্রান্সের স্ট্রেসবার্গ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম শেষে আগামী ১ মে শায়খের দেশে ফেরার কথা রয়েছে।

শায়খ আযহারীর এটি ষষ্ঠতম ইউরোপ সফর। তার এই সফরের মাধ্যমে ফ্রান্সে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কেরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ:-এর বড় সাহেবজাদা।

এ জাতীয় আরো সংবাদ

মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো দুই সপ্তাহ

আলাউদ্দিন

বাংলাদেশের সঙ্গে চার খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

নূর নিউজ

গু’লি’বিদ্ধ শিনজো আবে মারা গেছেন

নূর নিউজ