আফগানিস্তানকে ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠালো ইরান

প্রতিবেশী আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সহায়তার পঞ্চম চালান পাঠিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল (মঙ্গলবার) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আফগানিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে ত্রাণ সহায়তার এ চালান হস্তান্তর করে।

কাবুল থেকে প্রেস টিভির সংবাদদাতা জানিয়েছেন, ইরান থেকে পাঠানো ৫০ টন ত্রাণসামগ্রী মধ্যে রয়েছে চিনি, চাল, তেল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নানা উপকরণ।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সহায়তা হস্তান্তরের সময় আফগানিস্তানে নিযুক্ত ইরানের চার্জ দ্যা এফেয়ারস উপস্থিত ছিলেন।

এর আগের দিন সোমবার ইরান ৯৪ টন ত্রাণ সামগ্রী বোঝাই একটি কার্গো পাঠিয়েছে আফগানিস্তানে। ইরানের দুকারুন স্থলসীমান্ত বন্দর থেকে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানের তালেবান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ইরান আফগানিস্তানের কাছে আরো তিনটি ত্রাণ সামগ্রীর চালান পাঠিয়েছে।

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে আকস্মিকভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং গোলযোগপূর্ণ অবস্থার মধ্যদিয়ে দেশটি অর্থনৈতিক ও খাদ্য সামগ্রীর সংকটে পড়েছে। এ অবস্থায় ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে ইরান আফগানিস্তানকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

‘বন্ধু’ তুরস্ককে বিপদে সাহায্য করতে চান জেলেনস্কি

নূর নিউজ

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান কমলা হ্যারিসের

নূর নিউজ

১৯ নভেম্বর এই শতকের সবচে’ বড় চন্দ্র গ্রহণ

নূর নিউজ