আফগান সীমান্তের কাছে পাকিস্তানী সেনা নিহত

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গি হামলায় এক পাকিস্তানী সেনা নিহত হয়েছেন। জঙ্গিদের সঙ্গে রাতভর গুলিবিনিময়ে ওই সেনা নিহত হন বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে। রোববার বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার শেওয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে পাকিস্তান সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

সেনাবাহিনী জানায়, ব্যাপক গোলাগুলি চলাকালে ওই সেনা সদস্যের মৃত্যু হয়। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অভিযান চলছে বলেও জানিয়েছে পাক সেনাবাহিনী। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান গত কয়েক দশক ধরে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৪ সালের ডিসেম্বরে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক রাজধানী পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার পর সেনাবাহিনী এই অঞ্চলে অভিযান চালায়। স্কুলের ওই হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে আগুনের ঘটনায় নিহত ৫ সেনাসদস্য

নূর নিউজ

আফগানিস্তানের মাটিতে আবারো সামরিক হামলা চালালো আমেরিকা, কিন্তু কেন?

নূর নিউজ

আল-আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

নূর নিউজ