আমরা যুদ্ধ চাই না, প্রয়োজনে জাতিসংঘকে জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বাংলাদেশ, প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন যুদ্ধ চান না, চান শান্তিপূর্ণ সমাধান। আমরা চাই মিয়ানমার তাদের ব্যাক্তিগত কোন্দল, তাদের নিজেদের মধ্যে রাখুক।

শনিবার আহ্ছানিয়া মিশন শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয় আমরা সব সময় প্রতিবাদ করে আসছি। আমরা মনে করি তারা তাদের ভুল বুঝতে পারবে।

শুক্রবার এই ঘটনায় সীমান্তের ০৯ (জিরো নাইন) নামক স্থানে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তারা তাদের ভুল বুঝতে পারবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে রোহিঙ্গারা না আসতে পারে তার জন্য আমাদের আইনশৃংখলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এমনকি দুই-একজন আসলেও তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা মিয়ানমারকে বলেছি, তাদের দেশের বিরোধ যেন আমাদের দেশে না আসে। সেই জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শান্তিরক্ষার্থে যা যা করার দরকার তা করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাই না আমরা। প্রয়োজনে এ নিয়ে জাতিসংঘে অভিযোগ দেওয়া হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

বেসরকারি পর্যায়ে হজের খরচ কমল ৮৩ হাজার ২০০ টাকা

নূর নিউজ

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলকে জলদস্যু-ডাকাত মুক্ত করব : চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

তথ্য নিতে ড. ইউনূসের গ্রামের বাড়িতে পুলিশ

নূর নিউজ