আরও নারী গৃহকর্মী নিতে চায় সৌদি; কমাতে চায় খরচও

বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদির মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারের পরিবেশের উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৩৬ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা।

এ ছাড়া ফিলিপাইনের নাগরিকদের জন্য ১৪ হাজার ৭০০ থেকে ১৫ হাজার ৯০০, শ্রীলঙ্কার ১৩ হাজার ৮০০ থেকে ১৫ হাজার, কেনিয়ার ৯ হাজার থেকে ১০ হাজার ৮৭০, উগান্ডার ৮ হাজার ৩০০ থেকে সাড়ে ৯ হাজার, এবং ইথিওপিয়ার ৫ হাজার ৯০০ থেকে ৬ হাজার ৯০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে। নতুন ফি কাঠামোতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর প্রত্যেক গৃহকর্মীর জন্য ৭৫০ কুয়েতি দিনার ফি নির্ধারণ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৭ হাজার টাকা।

এ জাতীয় আরো সংবাদ

নবী-রাসুলরা যেভাবে মাতৃভাষায় দ্বিন প্রচার করেছেন

নূর নিউজ

২১ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা

নূর নিউজ

আরব ও ইহুদিদের মধ্যে অব্যাহত সহিংসতায় উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

নূর নিউজ