আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি

কাতারে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

কাতারের প্রধান প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমান বন্দরে পৌঁছলে কাতারের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

চার দিনের এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সোমবার সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

চার দিনের এ সফর চলাকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

২৪ এপ্রিল সকাল ৮:৩০ টায়  কাতার বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলাদেশি ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন।

ঐ দিন সকাল ১১: ০০ টায় তিনি একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের সাথে  বৈঠকে যোগদান করবেন।

সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কাতার ত্যাগ করবেন।

কাতারে অবস্থানকালে স্বাগতিক দেশের কর্তৃপক্ষ ছাড়াও  বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলামের নেতৃত্বাধীন দূতাবাসের চৌকশ কর্মকর্তাদের একটি দল তাঁর দেকভাল করবেন।

প্রধান উপদেষ্টার আগমনে কাতার প্রবাসীরা বেশ উচ্ছ্বসিত। তারা আশা করেন কাতারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনুসের আগমনে যে কোন সময়ের চেয়ে অন্যন্য উচ্চতায় পৌঁছে যাবে। দেশে ও বিদেশে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নিবেন প্রধান উপদেষ্টা-এটিই প্রবাসীদের অন্যতম চাওয়া।

সতের বছরের অপশাসনের যাঁতাকলে পিষ্ট এ জাতিকে স্থায়ীভাবে আলোকোজ্জ্বল ভবিষ্যতের  একটি রোডম্যাপ দিয়ে যাবেন এটি কাতার প্রবাসীরা আশা করেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আনসারুল হক

বিনিয়োগ আনতে সৌদি গেছেন সালমান এফ রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল!

নূর নিউজ

আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

আনসারুল হক