আলেমদের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

৫৮তম বিশ্ব ইজতেমা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই পর্বে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফা শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপ ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা জানান।

এদিকে আসন্ন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আলমি শূরা তথা আলেমদের তত্ত্ববাধানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আজ সোমবার (১৭ নভেম্বর)  তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে উপদেষ্টাদের সর্বসম্মতিতে বিশ্ব এজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৩১ জানুয়ারি ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ ওলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন মাওলনা হানজালা বিন জুবায়ের। সেখানে বলা হয়, ‘আগামি ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার ১ম পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়ের এঁর অনুসারী, শুরায়ী নেজাম) আয়োজন করবেন। আগামি ৭-৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার ২য় পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ এঁর অনুসারীগণ) আয়োজন করবেন।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ |বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার, ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকার মধ্যে বুঝিয়ে দিবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে উক্ত কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন।’

এ জাতীয় আরো সংবাদ

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বাক্স হবে : ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

কাতারে আল নূরের রমজান মাসব্যাপী ৩ কার্যক্রমের উদ্বোধন

আনসারুল হক

স্বাধীনতা দিবস ও মাহে রামাদান উপলক্ষে আল নূর কালচারাল সেন্টারের গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

নূর নিউজ