যুগশ্রেষ্ঠ বুজুর্গ, হযরত হাফেজ্জী হুজুর রহ. ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরিয়ত, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার মহাপরিচালক, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন,খলিফায়ে হাফেজ্জী, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আল্লামা সুলাইমান নোমানী।
আল্লামা সুলাইমান নোমানীর প্রেস সচিব, মুহাম্মদ ইব্রাহিম খলিল নোমানী প্রেরিত শোক বার্তায় বলেন, আমার শায়খ ও মুর্শিদ হযরত হাফেজ্জীর ছোট বটগাছটা রফিকে আ’লার ডাকে সাড়া দিয়েছে। তিনি আমার খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন। উনি একজন সজ্জন ও মেহমানদারী করনেওয়ালা সাফ মানুষ। দেশের ধর্মীয় অঙ্গনের অবিস্মরণীয় ও অবিসংবাদিত সিয়াসী রাহবার। দেশের সকল আন্দোলন সংগ্রামে অগ্রসারীর নেতা। আজ এ জাতি হলো হারালো এক অবিসংবাদিত রাহবারকে। আমি হারালাম আমার ছোট ভাই ও খলিফাকে।
তিনি আরো বলেন, আমি দোয়া করছি আল্লামা তাকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুক, আমিন। আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছি।