আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর-এর মুহতামিম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ ৪ এপ্রিল (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেছেন, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী রহ. একজন সৎ, সাহসী, সদালাপী, বিনয়ী আলেমে দ্বীন ছিলেন। আমৃত্যু তিনি রাজনীতি, শিক্ষা, সমাজসেবাসহ বিভিন্ন দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন।
জীবদ্দশায় সুদক্ষ মেহনতের মাধ্যমে অসংখ্য আলেম ও ইসলামের সাহসী সৈনিক তৈরি করে গেছেন। প্রতিটি ইমানী আন্দোলনেও সম্মুখ সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ ও জাতি ইসলামের একজন প্রকৃত পথপ্রদর্শক ও হক্কানী আলেমে দ্বীনকে হারালো।

নেতৃনেতৃদ্বয় বলেন, আমরা মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করছি। মহান আল্লাহ মরহুমের সকল দ্বীনি খেদমত কবুল করে জান্নাতে আ’লা মাকাম নসীব করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

ভাড়া কমানোর সিদ্ধান্ত হাস্যকর মনে করছেন যাত্রীরা

নূর নিউজ

হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ

নূর নিউজ

কাঠমান্ডুতে ঢাকা পুলিশের এসআইসহ আটক ৮

নূর নিউজ