দেশের শীর্ষ আলেম অভিভাবক, সিলেট জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবাতায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী রহ. একজন সৎ, সাহসী, খোদাভীরু, বিনয়ী ও দেশে অভিভাবকতূল্য আলেমে দ্বীন ছিলেন। তাঁর ইসলামি জ্ঞান, বিচক্ষণতা ও বিচারিক সিদ্ধান্তের প্রতি সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম ছিলেন আস্থাশীল। তিনি আমৃত্যু হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন।রাজনীতিতে সরাসরি সক্রিয় না থাকলেও ঈমানি আন্দোলনসমূহে থাকতেন অগ্রভাগে। তাঁর সুপরামর্শ ও মতামতের ভিত্তিতেই সিলেটের আলেম-উলামা ঈমানি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন।
শোকবার্তায় নেতৃদ্বয় আরও বলেন, আল্লামা গাছবাড়ী রহ. তাঁর দীর্ঘ কর্মজীবনে মেধা, শ্রম, কর্মচিন্তা আর সৃষ্টিশীলতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর দায়িত্ববোধ, গভীর জীবন দর্শন ও উম্মাহর প্রতি দায়বদ্ধতা অবিস্মরণীয় হয়ে থাকবে। উম্মাহর এই দুঃসময়ে তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না।
শোকবার্তায় নেতৃদ্বয় আরও বলেন, আমরা যা হারালাম তার সাথে কোন কিছুর তুলনা চলেনা। আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ এই আলেম মনিষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পরিশেষে অভিভাবকতুল্য এই দরদী আলেমের আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস,আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করনিন। আমীন ।