নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটাআল্লামা শফীর জানাজা শনিবার হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে য় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আনাস মাদানী জানান, তার পিতার জানাজা একটিই হবে এবং হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লামা আহমদ শফীর বিশ্বাস ছিল, জানাজা একটা হওয়াই উত্তম। সে হিসেবে আমরা একটি জানাজার পক্ষে, ঢাকায় কোনও জানাজা হবে না এবং মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে।’
আসগর আলী হাসপাতালে অবস্থানরত একাধিক আলেম জানান, আল্লামা শাহ্ আহমদ শফীর লাশ গোসল করিয়ে আজ রাতেই চট্টগ্রামে নেওয়া হবে।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী বার্ধক্যজনিত কারণে ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে সারা দেশের হেফাজতের কর্মী-সমর্থক ও কওমী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।