আল-নূর কালচারাল সেন্টারের উদ্যোগে যশোরে কুরআন শরীফ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আল-নূর কালচারাল সেন্টার বাংলাদেশ-এর উদ্যোগে ও আন-নূর হেল্পিং হ্যান্ড-এর ব্যবস্থপনায় যশোরের বেনাপোল রোডে অবস্থিত হযরত শাহ জালাল রহ. শ্যামলাগাছি লতিফিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। গত ২৫ মার্চ ২০২৩ (২য় রমজান) শনিবার এতিমখানার মাঠে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মানবিক পুলিশ শওকত হোসেন, এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান জানান, মাহে রমজানে কুরআন শরীফ পেয়ে কুরআনের পাখি এতিম শিশুরা আনন্দিত। তিনি আল নূর সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়। আমরা আল নূর সেন্টার কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ জাতীয় আরো সংবাদ

ফজর পড়ার সময় সূর্যোদয় হলে নামাজ হবে?

নূর নিউজ

যাদের ওপর জুমার নামাজ আবশ্যক নয়

নূর নিউজ

ইসলাম ও বিজ্ঞানের আলোকে দুপুরের বিশ্রাম

নূর নিউজ