আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে ফিলিস্তিনিদের স্মরণে সাপ্তাহিক আল কুদুস মাহফিল

কাতার আল নূর কালচারাল সেন্টার কাতারের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের কাছে ইসলামের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসের গুরুত্ব তাৎপর্য ও মজলুম ফিলিস্তিনিদের কথা তুলে ধরতে সাপ্তাহিক আল কুদুস মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

এতে নিয়মিত প্রধান আলোচক হিসেবে আলোচনা করছেন আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক ও কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও ওয়ায়েজ মাওলানা ইউসুফ নূর। এতে আরও অংশগ্রহণ করছেন কাতারে অবস্থানরত ওলামায়ে কেরাম।  সংগঠনের এমন উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। সাপ্তাহিক এই মাহফিলের মাধ্যমে নির্যাতিত ফিলিস্তিনিদের ইতিহাস, বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব ও করণীয় সম্পর্কে জানতে পারছেন তারা। ‌

এরই মধ্যে মাহফিলের দুই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

ধারাবাহিক এই মাহফিলের তৃতীয় পর্ব আগামীকাল ৯ নভেম্বর বাদ এশা অনুষ্ঠিত হবে। দোহা জাদিদ এলাকায় দিল্লী সুইটস সংলগ্ন ইবনে হাজাম জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণ করবেন হাফেজ মাওলানা তাজ উদ্দিন, হাফেজ আব্দুর রহমান ও হাফেজ মাওলানা তানভীর আহমাদ।

আল নূর কালচারাল সেন্টারের পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

কাতারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও একতরফা নির্বাচন বর্জনের দাবি

নূর নিউজ

ইউসুফ কারাজাভির ইন্তেকালে আল নূর কালচারাল সেন্টারের শোক

নূর নিউজ

রিয়াদে দূতাবাসে অসুস্থ ও প্রতিবন্ধী প্রবাসীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা

নূর নিউজ