আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগে বাক প্রতিবন্ধীদের সম্মানে দ্বিতীয় দফায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৫ রমজান বুধবার রাজধানীর মাতুয়াইলে অবস্থিত আল-নূর এডুকেশন কমপ্লেক্সে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাক বা শ্রবন প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় মুসল্লীরাও উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন আল নূর মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতীব মাওলানা ইসহাক নূর, আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, দিনিয়াত বাংলাদেশের দায়িত্বশীল মুফতি নোমান কাসেমী।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা ইসহাক নূর বলেন, বাকপ্রতিবন্ধীরা আমাদের মতই মানুষ। তারা আল্লাহর সৃষ্টি, আমরা ও আল্লাহর সৃষ্টি। এটাই বড় কথা। মনে রাখতে হবে মানুষের শ্রেষ্ঠত্ব তার আমলে, শারীরিক দিক থেকে নয়। সুতরাং মানুষ তারাই যারা আল্লাহকে ভয় করে এবং নেক কাজ করে। সুতরাং বধিরদের অবজ্ঞা না করে সমাজের মূল স্রোতে নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে ইনশাআল্লাহ।
মাওলানা আনসারুল হক ইমরান বলেন, বাকপ্রতিবন্ধী ভাইদের সমাজের সম্পদ রূপে গড়ে তুলতে কাজ করছে আল নূর কালচারাল সেন্টার। এখানে প্রতিষ্ঠিত বধির মাদরাসায় তারা দ্বীনি ও কারিগরি শিক্ষা অর্জন করছেন। তাদের অনেকে ব্যবসা বাণিজ্যসহ সমাজের বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছেন। দিন দিন বধিরদের অবস্থার উন্নতি ঘটছে। এটি সমাজের জন্য, দেশের জন্য ইতিবাচক ।
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় আরও অনেক বাকপ্রতিবন্ধী ভাই বোন আছে। তাদের ধর্মীয় ও কল্যাণমুখী শিক্ষা নিশ্চিত করতে আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে বাকপ্রতিবন্ধীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি ইশারা ভাষায় আল নূর সেন্টারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসহাক নূর। মোনাজাতটি দোভাষী হিসেবে বধিরদের কাছে অনুবাদ করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। মোনাজাতে আল নূর কালচারাল সেন্টার কমপ্লেক্স নির্মাণের জন্য অনুদান দাতা মুহাম্মাদ রাশেদ আল মান্নায়ী ও তাঁর পরিবার, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।