নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ
আল নূর কালচারাল সেন্টার কাতারের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় অজু ও সালাত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ রমজান, ৩ এপ্রিল (বুধবারবার) বাদ ইশা দোহা জাদিদ ইবনে হাজম মসজিদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে দু’শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।
কাতার ধর্মমন্ত্রণালয়ের খতিব, ওয়ায়েজ ও আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূরের তত্ত্বাবধানে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী ইব্রাহিম, হাফেজ মুহসিন ও মাওলানা ক্বারী হোসাইন আহমদ।
সমাপনী নসিহত পেশ করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের ইমাম ও খতিব এবং আল নূর কালচারাল সেন্টারের শিক্ষা বিভাগীয় পরিচালক হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান।
এসময় মাওলানা ইউসুফ নূর বলেন, অজু ও নামাজ ইসলামের মৌলিক ফরজ ইবাদত।তাই অজু ও নামাজের বিধি-বিধান শেখা সকলের ওপর ফরজ। অথচ এই ব্যাপারে জনসাধারণের সঠিক জ্ঞানের বড়ই অভাব। এই জাতীয় প্রশিক্ষণ ফরজ আইন।
এসময় তিনি উলামা মাশাইখ ও ইসলামী প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অধিকতর মনযোগী হওয়ার আহবান জানান।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রবাসীকে আল নূর সেন্টারের পক্ষ থেকে রমজান উপহার প্রদান করা হয় ।