‘ইংল্যান্ডে বিদ্যুতের দাম ১৫০ শতাংশ বেড়েছে, আমরা সেটা করিনি’

দেশে বিদ্যুতের দাম বাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইংল্যান্ড বিদ্যুতের দাম দেড়শ’ শতাংশ বাড়িয়েছে। আমরা সেটা করিনি। আমরা বিদ্যুৎ কিনে আনি, ভর্তুকি দিই।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে তাই বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়েছে।
প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সঙ্কটময় মুহূর্তে বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় নিজ দায়িত্বে লাইট-ফ্যানের সুইচ বন্ধ করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।

সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত ৪ থেকে ৮ মার্চ এই সফর করেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

এবারের ঈদযাত্রায় প্রাণ গেল ৩২৩ জনের

আনসারুল হক

মিয়ানমারের আপত্তি খারিজ, রোহিঙ্গা গণহত্যা মামলা চলবে

নূর নিউজ

পদ্মা সেতুর ঋণ পরিশোধের ৩১৪ কোটি টাকার বেশি গ্রহণ করেন প্রধানমন্ত্রী

নূর নিউজ