ইউক্রেনের বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করে দিল রাশিয়া

মাইকোলাইভ প্রদেশের ভোজনেস্ক শহরের একটি পণ্যের গুদামে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এ গুদামটিতে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল ইউক্রেন। রুশদের হামলায় মজুদকৃত অস্ত্র ধ্বংস হয়ে গেছে।

ভোজনেস্ক শহরের মেয়রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন টুয়েন্টিফোর।

তবে রাশিয়ার এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছে কি না এ বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেননি মেয়র।

এদিকে গত সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে হুশিয়ারি দিয়েছিল, তারা যেন ইউক্রেনে কোনো অস্ত্র ও গোলাবারুদ না পাঠায়।

হুমকির সুরে রাশিয়া বলেছিল, বাইরে থেকে আসা অস্ত্রের বহরের ওপর তারা হামলা করবে।

রাশিয়া ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযানের নামে প্রথম হামলা করে। তাদের এ অভিযান চতুর্থ সপ্তাহে এসে ঠেকেছে।

রাশিয়া ইউক্রেনে এখনো বড় কোনো সাফল্য পায়নি। তারা শুধুমাত্র ইউক্রেনের খেরসন প্রদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পেরেছে। আর এ খেরসনের পাশের প্রদেশই হলো মাইকোলাইভ।

অবশ্য খেরসনের পর রাশিয়ার এখন মারিউপোলের দখল নেওয়ার দ্বারপ্রান্তে আছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, যে কোনো সময় রুশ সেনাদের হাতে মারিউপোলের পতন হবে।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনে ৩২ সাংবাদিক নিহত

নূর নিউজ

মিয়ানমারে ৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

নূর নিউজ

রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে বারণ ইসরাইলি আদালতের

নূর নিউজ