ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্যতম বড় ইফতারির আয়োজন

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। ১২ শ মিটার দীর্ঘ এ সারিতে অংশ নেন আট হাজারের বেশি রোজাদার। গত সোমবার দেশটির পাদাং প্রদেশের পশ্চিম সুমাত্রা শহরে তা অনুষ্ঠিত হয়।

আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় ইন্দোনেশিয়ায় বৃহত্তম ইফতারের আয়োজন করে। এতে সুমাত্রা সিটির গভর্নর মাহেলদি আনসারুল্লাহসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইসলামী সংস্থা ও শিক্ষাবিদরা তাতে অংশ নেন।

ইফতারিতে বসেছেন ইন্দোনেশিয়ার রোজাদারগণ

পশ্চিম সুমাত্রার গভর্নর জানান, দেশের সরকার দীর্ঘতম ইফতার আয়োজনের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জমা দেবে। এমন আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসেবামূলক এমন আয়োজনে সহযোগিতার জন্য তিনি সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র : আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

নূর নিউজ

মোদির তথ্যচিত্রে কেন নিষেধাজ্ঞা : জানতে চেয়ে সুপ্রিম কোর্টের নোটিশ

নূর নিউজ

ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: জো বাইডেন

আলাউদ্দিন