ইমদাদুল হকের ‘মুনাজাত’ : পাঠ ও পর্যালোচনা

৪ এপ্রিল, ২০২৫ খ্রি. আলমডাঙ্গা ইসলামিয়া একাডেমিতে ইমদাদুল হকের ‘মুনাজাত’ কাব্যগ্রন্থের কবিতা পাঠ ও পর্যালোচনামূলক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুনাজাত বইয়ের কবিতা পাঠ করেন, সোহেল রানা, ইসমাইল শিপন, শারজিল হাসান, মো: মাহফুজ, সাব্বির আহমেদ, বেলায়েত হোসেন বিপু, তাওহিদ খান, আবু শুয়াইব শিমুল, তামজিদ হাসান আবির, নাদিউজ্জামান রিজভী, আল মাসুদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল সাঈদ ও তাওহিদুজ্জামান রাব্বি।

কবিতা পাঠ পর্ব শেষে বইটির ওপর পর্যালোচনা করেন কবি আহমাদ কাজল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রভাষক আল মাসুদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্র মুশফিক তরফদার, কবি ও লেখক নাদিউজ্জামান রিজভী এবং আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের প্রতিষ্ঠাতা মাহফুজুল হক দিপু।

ইসলামিক কালচারাল সেন্টার আবর্তন আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহমাদ আন নাফি, হানিফুজ্জামান বিপ্লব, ইব্রাহিম গাজী এবং উযাইর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি কাজল আহমেদ।

এ জাতীয় আরো সংবাদ

আলনূর কালচারাল সেন্টারের আরবি হস্তলিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনসারুল হক

উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়া, বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ

আনসারুল হক

কাতারস্থ রাষ্ট্রদূতের সঙ্গে আলনূর নেতৃবৃন্দের বিদায়ী সাক্ষাত

আনসারুল হক