ইরান ও পাকিস্তানকে উত্তেজনা বন্ধ করে সংযত থাকার আহ্বান জাতিসংঘের

ইরান ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে তাদের বর্তমান সংঘাতটি অভ্যন্তরীণ। পাশাপাশি সীমান্ত উত্তেজনাও বৃদ্ধি করেছে। এই উত্তেজনা বন্ধ করে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার ইরান ও পাকিস্তানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ আহ্বান জানানো হয় সংস্থাটি।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক হামলা এবং দুই পক্ষের প্রাণহানির ঘটনা নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে যে কোনো নিরাপত্তা সমস্যা ও উদ্বেগ অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সার্বভৌমত্বের নীতি অনুসারে সমাধান করা উচিত।

এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত নিবিড়ভাবে’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে।

কারবি বলেন, ‘দুই দেশই অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ দেশ। আমরা চাই না উত্তেজনা আরও বাড়ুক।’

প্রসঙ্গত, পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার ইরানে হামলা চালিয়েছে। তেহরান আগের দিন একই ধরনের হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশই বলেছে— জঙ্গি আস্তানার বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

ইন্ডিয়ান বাহিনীর গুলিতে ২ কাশ্মীরী নিহত

নূর নিউজ

বিশ্বজুড়ে কলেরার ঝুঁকিতে ১০০ কোটি মানুষ: জাতিসংঘ

নূর নিউজ

ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

নূর নিউজ