দখলদার ইসরাইল গাজায় যখন গণহত্যামূলক বোমাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীর ধ্বংস করে চলেছে, ঠিক সেই সময়েই ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আমিরাতের সরকারি সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি (ডব্লিউএএম) জানিয়েছে, রোববার (৬ এপ্রিল) আবুধাবিতে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আরকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা ইসরাইল ও আমিরাতের মধ্যে ‘ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক’ নিয়ে এবং ‘সবশেষ আঞ্চলিক উন্নয়ন এবং এর প্রভাব, বিশেষ করে গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন’।
এসময়, শেখ আবদুল্লাহ যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির লক্ষ্যে কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দেন। সেই সাথে এই অঞ্চলে সংঘাত এড়ানোর গুরুত্বের ওপর জোর দেন তিনি।
এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজার মানবিক সংকটে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে সব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন নিশ্চিত করেন আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী।
ডব্লিউএএম বলছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ‘গাজার বেসামরিক নাগরিকদের ভয়াবহ মানবিক পরিস্থিতির দিকেও ইঙ্গিত করেছেন, যার জন্য জরুরি মানবিক সাহায্যের নিরাপদ, টেকসই এবং বাধাহীন প্রবাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো প্রয়োজন।’
তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের ‘দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ এবং ঐতিহাসিক অবস্থান’ও পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক্সে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, দ্বিতীয়বারের মতো আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সাথে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি। মধ্যপ্রাচ্যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে সহযোগিতা ও স্থিতিশীলতার জন্য আমাদের অংশীদারও রয়েছে। আয়োজকদের ধন্যবাদ!