ইসরায়েল কখনো তাদের অসৎ উদ্দেশ্যে সফল হবে না: এরদোগান

ইসরাইল কখনো তাদের অসৎ উদ্দেশ্যে সফল হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রতারণা ও মানচিত্র পরিবর্তন করার চেষ্টা করছে, ইনশাআল্লাহ তারা কখনোই তাদের অসৎ উদ্দেশ্যে সফল হবে না। ভাত্রিত্ব ও সৌহার্দ্যের সাথে হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করে আসা জাতি হিসেবে আমরা এই পবিত্র নগরীর শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যত গড়ে তুলবো।

শুক্রবার (২১ মার্চ) ইস্তাম্বুলে নওরোজ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজ্জায় নৃশংসতা ও গণহত্যা বন্ধে এবং যুদ্ধবিরতি পুনর্বহালে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে তুরস্ক।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের খুনী সরকারের দিকে ইঙ্গিত করে বলেন, তুরস্ক কখনোই এই অপরাধী স্কোয়াডকে এই অঞ্চল রক্তের সাগরে পরিণত করতে দিবে না।

বর্বরদের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা সকলের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। তারা শত শত নারী-শিশু ও নিরীহ ফিলিস্তিনিদের সাহরি খাওয়ার সময় হত্যা করেছে। নারী-শিশুদের রক্ত খেকো সন্ত্রাসী রাষ্ট্রটি যেনো আন্তর্জাতিক আদালতে নিন্দিত হতে থাকে ও শাস্তির মুখোমুখি হয় সেই চেষ্টা অব্যাহত রাখবো আমরা।

পবিত্র রমজানের শেষ দশক ও ঈদুল ফিতর উপলক্ষে তুরস্ক গাজ্জার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি। অতীতের মতো বর্তমান কঠিন পরিস্থিতিতেও সর্বস্ব দিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানান।

এছাড়া সাম্প্রতিক হামলায় শহীদ হওয়া ফিলিস্তিনিদের প্রতি তিনি শোক প্রকাশ করেন। সকল শহীদের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন ও নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য সাহায্য কামনা করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ইসরায়েলী হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত

নূর নিউজ

গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ: তালেবান মুখপাত্র

নূর নিউজ

আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানে তৃতীয় সম্মেলন, থাকবেন তালেবান নেতারাও

নূর নিউজ